Tathagata Roy:বাংলাদেশের জনঘনত্ব সর্বাধিক, অতিরিক্ত জনসংখ্যা ভারতে রফতানি করেছে : দাবি তথাগতেরঅশোক সেনগুপ্ত

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : “যখন প্রজননের ফলে বাংলাদেশের জনঘনত্ব পৃথিবীর মধ্যে সর্বাধিক (বর্গ কিমিতে ১,২৫২, ভারতের তিনগুণ) হয়ে গেল তখন তারা অতিরিক্ত জনসংখ্যা ভারতে রপ্তানি করেছে।“

সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাভ তথাগত রায়। তিনি টুইটারে লিখেছেন, “ময়মনসিংহ থেকে কিভাবে হিন্দু বিতাড়ন হয়েছিল তার বিবরণ আছে তসলিমা নাসরিনের ‘ফেরা’ বইতে। তসলিমার উপর বাংলাদেশিদের রাগের মূল কারণ, এইসব সযত্নে লুকিয়ে রাখা তথ্য তিনি প্রকাশ করে দিয়েছেন। বাঁশির সুর শুনে কেউ চৌদ্দপুরুষের ঘরবাড়ি ছাড়ে না, যেমন পশ্চিমবঙ্গের মুসলমানরা ছাড়ে নি। দুই বাংলায় হিন্দুর অনুপাত কমার একমাত্র কারণ, মুসলমানদের সীমাহীন প্রজনন, ও হিন্দুদের জন্মনিয়ন্ত্রণ।“

প্রসঙ্গত, সোমবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁর এই সফরে চুক্তি হওয়ার কথা। ভারতের হিসাব, ২০১০ সালে বাংলাদশের উন্নয়নে ভারতের সহায়তার মোট পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় হাজার ডলারের কাছাকাছি। এর থেকে বোঝা যাচ্ছে সম্পর্কের গতি গত এক দশকে কত দ্রুত বেড়েছে। এই পরি্থি৳িতে তথাগতবাবুর এই বার্তা বিশেষ ইঙ্গিতবহ বলে অনেকের অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *