বেজিং, ৫ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশ। সোমবার সিচুয়ান প্রদেশে ৬.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে “পাহাড়ে ভূমিধসের কারণে আবাসনের বড়সড় ক্ষতি হয়েছে” কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভূমিকম্পে মৃত্যু বেড়ে হয়েছে ২১ জন। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়াছে, স্থানীয় সময় দুপুর ১২.২৫ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০২.০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরতায়।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল লুডিং কাউন্টি থেকে ৩৯ কিলোমিটার দূরে এবং উৎসস্থলের চারপাশে ৫-কিমি পরিসরের মধ্যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। কম্পন অনুভূত হয়েছিল সিচুয়ানের রাজধানী চেংদুতে, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে ২২৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘর-বাড়ি কেঁপে ওঠে।
ভূমিকম্পে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে লুডিংয়ের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পটি ইউনান, শানসি ও গুইঝো প্রদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম।