নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধীকে থামানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কারণ হিসেবে তিনি বলেন, রাহুলের নেতৃত্বে কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করছে। কংগ্রেস কৃষকদের স্বার্থের কথা বলছে এবং এটি কেন্দ্রীয় সরকারের কাছে খুশির বিষয় নয়।
রবিবার রামলীলা ময়দানে দলের দ্বারা আয়োজিত মুদ্রাস্ফীতি নিয়ে হাল্লা বোল সমাবেশে ভাষণ দিতে গিয়ে বাঘেল বলেন, মোদী সরকার কেবল শিল্পপতিদের জন্য কাজ করছে। তিনি বলেন, গত মাসে দিল্লিতে কংগ্রেস যখন কৃষক, জওয়ান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আওয়াজ তোলে, তখন মোদী সরকার দলের নেতাদের গ্রেফতার করেছিল। কিন্তু কংগ্রেস থামবে না, মাথা নত করবে না। আমরা জনস্বার্থ নিয়ে কথা বলতে থাকব।