চ্যাংরাবান্ধা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে বাংলাদেশগামী বোল্ডার বোঝাই ট্রাকের কেবিনে উদ্ধার প্রচুর পরিমানে ওষুধ। লুকিয়ে ওষুধ নিয়ে যাবার অভিযোগে ট্রাক চালকসহ বাংলাদেশের এক নাগরিককে আটক করেছে বিএসএফ। শনিবার ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, ধৃত ট্রাক চালকের নাম অসির আলী। সে অসমের বিলাসিপাড়ার বাসিন্দা। আটক বাংলাদেশি নাগরিকের নাম মহম্মদ আব্দুর রহিম। তার বাড়ি ওই দেশের পাটগ্রাম জেলার ইসলামপুরে। এদিন সকাল নাগাদ চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাচ্ছিল বোল্ডার বোঝাই একটি ট্রাক। ট্রাকটি সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছানোর আগেই ট্রাকটিকে আটক করে বিএসএফ। এরপরই ট্রাকে তল্লাশি চালায় জওয়ানরা। তল্লাশি চালাতেই ট্রাকের কেবিনের ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে ওষুধ। প্রাথমিক তদন্তে বিএসএফ জানতে পেরেছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ওষুধ। ট্রাক থেকে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার হয়েছে। বোল্ডার বোঝাই ট্রাকটিকেও আটক করা হয়েছে। ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।