শ্রীনগর ও জম্মু, ৩ সেপ্টেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ দ্রুততার সঙ্গে চড়ছে জম্মু ও কাশ্মীরে, গরম বাড়ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। শনিবার মূলত পরিষ্কার ছিল জম্মু ও কাশ্মীরে আকাশ। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।
জম্মুতে তো এমনিতেই গরম রয়েছে, ঘর্মাক্ত গরম বেশ ভালোই মালুম হচ্ছে কাশ্মীর ও লাদাখেও। শ্রীনগরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ১২ ডিগ্রি ও গুলমার্গে ১০ ডিগ্রি। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি, লেহ-তে ১০.৯ ডিগ্রি ও কার্গিলে ১৫.৩ ডিগ্রি। জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

