অভিষেকের হুঁশিয়ারির প্রতিক্রিয়া তথাগত রায়ের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কী এক বিনয় মিশ্র ঘটিত ভিডিও ক্লিপ আদালতে জমা দেবেন বলে হুমকি দিয়েছেন। কিন্তু হুমকি কেন? জমা দিতে আটকাচ্ছে কে?“

অপর একটি টুইটারে তথাগতবাবু লিখেছেন, “অনুব্রত মন্ডলের মন্তব্য ‘ব্যাপক ভোট হবে’ নিয়ে খুব জল্পনাকল্পনা হচ্ছে। এটা অনুব্রতর তরফ থেকে বীরভূম তৃণমূলে নিজের জায়গা টিকিয়ে রাখবার একটা মরিয়া চেষ্টা নয় তো? ভোট ব্যাপক হোক আর যাই হোক, আসানসোলে জেল হাজতের ভিতর থেকে কেষ্ট কি করে তা নিয়ন্ত্রণ করবে তা তো আমার মাথায় আসছে না !“