কলকাতা, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা প্রতারণার দায়ে শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। শনিবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে রাজুকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, ২০১৪ সালে কুলটি থানায় এক মহিলা আর্থিক তছরুপের অভিযোগ করেছিলেন। এরপর সেই মামলার তদন্ত ভার নেয় সিআইডি। তবে পরে ২০১৮ সালে এই মামলার তদন্ত ভার নেয় সিবিআই। ২০২১ সালের ডিসেম্বর মাসে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে প্ৰণব জামিনে মুক্ত রয়েছে।
এবার সেই মামলায় হালিশহরের পুরসভার চেয়ারম্যান রাজুকে গ্রেফতার করে সিবিআই। পাশাপাশি তদন্ত আরও বিশদে জানতে সিবিআই রাজু সাহানিকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।