কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : দুর্গাপুজো আসতে আর এক মাসও বাকি নেই। ২৫ সেপ্টেম্বর মহালয়া। কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখনও রাজ্য থেকে বিদায় নেয়নি মৌসুমি বায়ু। তার ওপরে এ বারে পুজো অনেকটাই আগে, সেপ্টেম্বরের শেষে।
প্রশ্ন উঠেছে, তাহলে কি পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে? আবহবিদদের অনুমান, পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে কবে বৃষ্টি হবে, আর কবে নয়, তা এখনও স্পষ্ট নয়। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গে, তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টি। আগামী কয়েক দিন এমনই থাকবে পরিস্থিতি। শনিবার এবং রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে রাজ্যে। ফলে পুজোর কেনাকাটা করার পরিকল্পনা করেছিলেন যাঁরা, তাদের তা বাতিল হতেই পারে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু‘দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।
শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি না হলেও জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।