এলটিসি কেলেঙ্কারির আসামিদের সাজার মেয়াদের সিদ্ধান্ত আজ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : শনিবার এলটিসি কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন রাজ্যসভার সদস্য অনিল কুমার সাহনি সহ তিনজনের সাজার মেয়াদের রায় ঘোষণা করবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ জজ এম কে নাগপাল রায় দেবেন।

গত ৩১ আগস্ট সাজার মেয়াদের বিষয়ে রায় সংরক্ষণ রাখা আদালত। অনিল কুমার সাহনি ছাড়াও ২৯ আগস্ট আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে তারা হলেন এনএস নায়ার এবং এয়ার ইন্ডিয়ার তৎকালীন সুপারিনটেনডেন্ট (ট্রাফিক) অরবিন্দ তিওয়ারি। গত ২০১৩ সালের ৩১ অক্টোবরর সিবিআই লক্ষাধিক টাকার এলটিসি কেলেঙ্কারির একটি মামলা দায়ের করেছিল। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন মামলাটি সিবিআই-র কাছে হস্তান্তর করে। সরকারি পদের অপব্যবহারের ধারায় এই মামলায় সিবিআই মামলা দায়ের করেছে। অনিল কুমার সাহনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেডিইউ থেকে বিহার থেকে দুবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাহনি বর্তমানে বিহারের আরজেডি বিধায়ক। সাহনির বিরুদ্ধে রাজ্যসভার সদস্য হিসাবে ভ্রমণ না করে জাল ই-টিকিট এবং জাল বোর্ডিং পাসের মাধ্যমে ২৩ লক্ষ ৭১ হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *