বারাণসী, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : ভারতীয় নৌবাহিনীতে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’কে অন্তর্ভুক্ত করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান শক্তি দেখানোর প্রথম পদক্ষেপ বলে মনে করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে তাঁর দুদিনের সফরের দ্বিতীয় দিনে তিনি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন। এর আগে, তিনি সাংবাদিকদের বলেন, ভারত বিশ্বের সপ্তম দেশ হয়েছে যে দেশীয় প্রযুক্তিতে এত বিশাল বিমানবাহী রণতরী তৈরি করেছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী দেশ হিসেবে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রথম ধাপ। তিনি বলেন, ভারত শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, অন্য সব ক্ষেত্রেও স্বনির্ভর হয়ে উঠছে।
প্রসঙ্গত, শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্তকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। আইএনএস বিক্রান্ত, সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে নির্মিত, কোচিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে। এর আগে তিনি সংকটমোচন মন্দিরে দর্শন ও পূজা করেন।