নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): মাঝে কিছু দিন চুপচাপ থাকার পর, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটি-সহ নানা ইস্যুতে ফের গর্জে উঠতে চলেছে কংগ্রেস। একাধিক ইস্যুতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভা করবে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে ডাকা এই প্রতিবাদ সভার নাম রাখা হয়েছে, “মেহেঙ্গাই পর হল্লা বোল”।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী-সহ শীর্ষ কংগ্রেস নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভায় অংশ নেবেন। এছাড়াও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা এই প্রতিবাদ সভায় অংশ নেবেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত “ভারত জোড়ো যাত্রার” পর এবার মোদী সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে প্রতিবাদ সভা করবে কংগ্রেস।