ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না কংগ্রেস : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। ঔপনিবেশিক মনোভাব থেকে মুক্ত হতে না পারায় বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে বিজেপি ।

শনিবার নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন , ভারত বিশ্বে বর্তমানে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে দাঁড়িয়েছে । কিন্তু , এই পরিস্থিতিতেও কংগ্রেস ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে পারছে না । এনসিআরবি-র সাম্প্রতিক তথ্য তুলে ধরে কংগ্রেসের তুমুল সমালোচনা করেন তিনি । ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জামিনে মুক্ত আছেন বলে উল্লেখ করে সম্বিত পাত্র বলেন, কংগ্রেস তদন্তে বাধা দিতে চাইছে। সম্বিত বলেছেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জামিনে রয়েছেন। সম্প্রতি, উভয়কেই যখন তদন্তকারী সংস্থাগুলির দ্বারা তদন্তের জন্য ডাকা হয়েছিল, কংগ্রেস বিঘ্নিত করার চেষ্টা করেছিল। কংগ্রেস এজেন্সিগুলিকে চাপ দেওয়ার এবং তাণ্ডব ছড়ানোর চেষ্টা করেছিল।