বকেয়া বিলের টাকা মিটিয়ে দেয়ার দাবীতে অধিকর্তাকে ঘেরাও করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর ৷৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া বিলের টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার সমাজ কল্যাণ দফতরের অধিকর্তাকে ঘেরাও করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা৷ 

আন্দোলনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই তারা বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য দপ্তর অধিকর্তা সহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সকলের কাছেই দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু তাদের দাবি অনুযায়ী বকেয়া থাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ বিলের বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ অবিলম্বে বকেয়া বিলের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার দপ্তর অধিকর্তার অফিসে এসে দপ্তর অধিকর্তাকে ঘেরাও করেন অঙ্গনওয়াড়ি  কর্মীরা৷ অধিকর্তার কাছে এসব বিষয় নিয়ে একটি স্মারকলিপি ও সংগঠনের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে৷

ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার  সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করেন৷ অভিযোগ, গত আট মাস ধরে কোনও বিল প্রদান করা হচ্ছে না৷ এতে অঙ্গনওয়াড়ি কর্মীরা মারাত্মক আর্থিক সংকটের মধ্যে পড়েছে৷ বার বার দাবি জানানোর পরেও কোনও কাজ হচ্ছে না৷ তাই শনিবার ফের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷  আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বিল মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিলো অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ৷ দপ্তর অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *