তিরুবনন্তপুরম, ৩ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের কোভালামে দক্ষিণাঞ্চল আঞ্চলিক পরিষদের ৩০ তম বৈঠকের সূচনা করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং দক্ষিণের অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল-সহ আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপের স্বরাষ্ট্র সচিবরা অংশ নিয়েছেন দক্ষিণাঞ্চল আঞ্চলিক পরিষদের ৩০ তম বৈঠকে।
দু”দিনের সফরে শুক্রবার সন্ধ্যাতেই কেরলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেরলে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপির কোর কমিটির বৈঠকেও যোগ দেবেন তিনি।

