নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর ( হি.স.) : কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সুপ্রিম কোর্ট থেকে তিস্তা শীতলওয়ারের জামিন পেয়ে খুশি প্রকাশ করেছেন। শুক্রবার রমেশ টুইট করে লিখেছেন, মোদী সরকার আরও অনেক কর্মীকেও জেলে রেখেছে। এ ধরনের লোকদেরও মামলা থেকে রেহাই পাওয়া উচিত।
উল্লেখ্য, গুজরাট দাঙ্গা মামলায় প্রমাণ কারচুপি এবং প্রতারণার অভিযোগে তিস্তা শীতলওয়ারকে গ্রেফতার করা হয়েছিল। আজ সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিস্তা। তবে আদালত তাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে বলেছে। তিস্তাকে তার এনজিও সংক্রান্ত একটি মামলায় ২৫ জুন আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছিল।

