ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।।জয় পেলো পি টি আর নাইট স্টার। ৪-০ গোলে পরাজিত করলো মনু কালমিপাড়া দলকে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। শুক্রবার ম্যাচের শুরু থেকেই পি টি আর নাইট স্টারের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচের বিজয়ী দলের পক্ষে কতল জমাতিয়া দুটি গোল করেন। এছাড়া প্রাসাই রিয়াংকরেন ১টি গোল। অপর গোলটি হয় আত্মঘাতি। খেলা পরিচালনা করেন দীপক মহাজন।
2022-09-02

