তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে ‘রুরাল হাট’ নির্মাণের উদ্যোগ৷ তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের ব্লক চৌমুহনীতে সড়কের পাশে বসা অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে নাবার্ড এর উদ্যোগে ব্লক চৌমুহনী এলাকায় একটি ‘রুরাল হাট’ -এর শিলান্যাস করা হয় শুক্রবার৷
এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতার রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহ পৌরপিতা মধুসূদন রায়, নাবার্ড -এর ত্রিপুরার জেনারেল ম্যানেজার লোকেন দাস সহ অন্যান্যরা৷ এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে শিলান্যাস করা হয় ‘রুরাল হাট’ টির৷
এদিন সড়কের পাশে বসা অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের ব্লক চৌমুহনীতে নাবার্ড -এর উদ্যোগে যে ‘রুরাল হাট’ নির্মাণ করা হবে, এই ‘রুরাল হাট’ টি অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে কি উপকারে আসবে তার তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিরা তাদের নিজ নিজ বক্তব্যের মাধ্যমে৷ এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷৷