ফুটবল ফেডারেশনের নির্বাচন শুক্রবার, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে কল্যাণ চৌবে

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর ( হি.স.) : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন শুক্রবার নয়ডার ফুটবল হাউসে। মোট ৩৪টি রাজ্য সংস্থার প্রতিনিধিরা ভোট দেবেন। তিনটি পদের জন্য নির্বাচন হচ্ছে। সভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ। সভাপতি পদে লড়াই করছেন দুই প্রাক্তন ফুটবলার। বাইচুং ভুটিয়া এবং কল্যাণ চৌবে। তবে স্ট্রাইকার বনাম গোলকিপারের এই লড়াইয়ে এগিয়ে আছেন কল্যাণ চৌবেই। ৪৫ বছর বয়সী কল্যাণ এর আগে ফুটবল ফেডারেশনের কোনও পদে থাকা তো দূরের কথা, কোনও রাজ্য সংস্থার কোনও পদেও ছিলেন না। তাঁর নাম প্রস্তাব করেছে গুজরাট, সমর্থন করেছে অরুণাচল প্রদেশ। আর বাইচুংয়ের নাম প্রস্তাব করেছে অন্ধ্র প্রদেশ, সমর্থন করেছে রাজস্থান। বাইচুংয়ের রাজ্য সিকিম যেমন তাঁকে সমর্থন করেনি, তেমনই কল্যাণের রাজ্য বাংলাও তাঁকে সমর্থন করেনি। তবে কে কাকে ভোট দেবে সে অবশ্য অন্য কথা।

লড়াই হচ্ছে সহসভাপতি এবং কোষাধ্যক্ষ পদেও। সহসভাপতি পদে লড়ছেন কর্নাটকের এন এ হ্যারিস এবং রাজস্থানের মানবেন্দ্র সিং। আর কোষাধ্যক্ষ পদে লড়াই করছেন অন্ধ্র প্রদেশের গোপালকৃষ্ণ কোসারাজু এবং অরুণাচল প্রদেশের কিপা অজয়। এই তিন লড়াইয়ের বাইরে কোনও নির্বাচন হচ্ছে না। কার্যকরী কমিটির ১৪টি পদের জন্য ১৪জনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা বিনা নির্বাচনে নির্বাচিত হয়ে গেছেন। বাংলার কোনও প্রতিনিধি এই নির্বাচনে নেই। আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় প্রথমে নির্বাচনে দাঁড়াবার কথা ভাবলেও পরে আর নির্বাচনে দাঁড়াননি। তবে কল্যাণ প্রেসিডেন্ট হলে তিনি তো বাংলারই লোক হবেন। প্রিয়রঞ্জন দাসমুন্সির পর আবার একজন বাঙালি ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।