TMC:তৃণমূলের দলীয় কার্যালয়ে রক্ত জাতীয় পদার্থ মানুষের নয় : বাঁকুড়া মেডিক্যাল কলেজ

বাঁকুড়া, ২সেপ্টেম্বর (হি. স.) : অবশেষে নিরসন হল গুজবের।তৃণমূলের নির্মীয়মান দলীয় কার্যালয়ে রক্ত জাতীয় পদার্থ মানুষের রক্ত নয় বলে জানিয়ে দিল বাঁকুড়া মেডিক্যাল কলেজ।

জয়পুর থানার হেতিয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রজশোল গ্ৰামে নির্মীয়মান তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রক্ত জাতীয় পদার্থ দেখে হৈ চৈ বাঁধে।তা থেকে নানা গুজবও রটতে থাকে।এই গুজব সামাল দিতে এবং মানুষের মন থেকে অজানা ভীতি দূর করতে সচেষ্ট হয় জয়পুর থানার পুলিশ। সন্দেহজনক তরল পদার্থের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।পরীক্ষা নিরীক্ষার পর শুক্রবার সেই রিপোর্ট পাওয়া যায়। ওই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ওই পদার্থ মানুষের রক্ত নয়।