আগরতলা, ২ সেপ্টেম্বর : নজরে বিধানসভা নির্বাচন। তাই, দলের সাংগঠনিক অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলা সফরে যাচ্ছেন প্রদেশ বিজেপির নতুন সভাপতি রাজীব ভট্টাচার্য। আগামী ৫ সেপ্টেম্বর উত্তর ত্রিপুরা জেলা দিয়ে তিনি সফর শুরু করবেন। সে মোতাবেক তাঁর সফরসূচী নির্ধারিত হয়েছে।
এ-বিষয়ে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর দুই দিনের সফরে প্রদেশ সভাপতি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সকাল সাড়ে নয়টায় পৌঁছবেন। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন জেলা সভাপতি, সংশ্লিষ্ট জেলার বিধায়কগণ, ত্রিস্তর পঞ্চায়েত, পুর ও নগর পঞ্চায়েত এবং পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা। শোভা যাত্রার মাধ্যমে প্রদেশ সভাপতিকে ধর্মনগর সার্কিট হাউসে নিয়ে আসা হবে। ধর্মনগর টাউন কালীবাড়ি পুজো দেওয়ার পর বেলা সাড়ে এগারটা থেকে ধর্মনগর টাউন হলে কার্যকর্তা সম্মেলন হবে। পরে তিনি ১টি যোগদান সভাতেও উপস্থিত থাকবেন।
নবেন্দু আরও জানিয়েছেন, স্থানীয় কার্যকর্তার বাড়িতে ভোজনাবকাশের বিরতির পর পার্টির জেলা কার্য্যকারিণী কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন মোর্চাগুলির সভাপতিদের নিয়ে তিনি বৈঠকে বসবেন। বিকাল সাড়ে চারটার প্রদেশ সভাপতি স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং বিকাল ৫টা থেকে জেলার প্রবীণ ভাজপা কার্যকর্তাদের সঙ্গে নাতিদীর্ঘ চর্চায় যোগ দেবেন। পরে তিনি জেলার বিধায়ক, পুর ও নগর পঞ্চায়েত সহ ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি নিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমুখী কর্মসূচীর বাস্তবায়নে অর্জিত সাফল্য নিয়ে চর্চা করবেন। এরপরেই তিনি পার্টির বিভিন্ন শাখার (সেল) ও বিভাগের আহ্বায়ক এবং সহ-আহ্বায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
নবেন্দু বলেন, জেলা কোর কমিটির বেঠক শেষে রাত ১০টায় জেলা সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে বৈঠক করবেন প্রদেশ সভাপতি। পরের দিন সকাল ৬:৩০টায় স্বচ্ছ ভারত অভিযান শেষে কার্যকর্তাদের বাড়িতে প্রাতঃরাশ সারবেন তিনি। এইদিন সকাল ৯টায় সমমনোভাবাপন্ন বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সঙ্গে তিনি আলাপচারিতায় মিলিত হবেন। পরে পার্টির প্রচার বিভাগের কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময়ের পর বেলা ১২টায় আগরতলার উদ্দেশ্যে রেল যোগে ধর্মনগর ত্যাগ করবেন।নবেন্দু জানান, পর্যায়ক্রমে প্রদেশ সভাপতি রাজ্যের ১০টি জেলা (সাংগঠনিক দৃষ্টিতে) সফরে যাবেন। সেখানেও অনুরূপ কার্যক্রমে যোগ দেবেন। অচিরেই সংশ্লিষ্ট জেলার কর্মসূচী সংক্রান্ত তালিকা প্রকাশ করা হবে।

