Mamata Benarjee: দুর্গাপূজা একটি আবেগ : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): পুজোর চারদিন নয়, এ বছর সেপ্টেম্বরের ১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই পুজোর বাদ্যি বেজে যাচ্ছে রাজ্যে। ইউনেস্কো বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে যে শিরোপা দিয়েছে, এদিন তারই উদযাপন হবে রাজ্যজুড়ে। কলকাতায় বিশাল শোভাযাত্রা করবে রাজ্য সরকার। বিভিন্ন জেলাতেও হবে ছোট ছোট শোভাযাত্রা। তার আগে টুইটারে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “দুর্গাপূজা একটি আবেগ যা সংকীর্ণ বাধার ঊর্ধ্বে উঠে আমাদের একত্রিত করে। এটি আধ্যাত্মিকতার সাথে শিল্পের মহিমাকে একত্রিত করে। আমরা ইউনেস্কো-কে ধন্যবাদ জানাই দুর্গাপূজাকে একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং জড়িত প্রত্যেকের ভালবাসার শ্রমকে সম্মান করার জন্য।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *