Panisagar:পানিসাগরে অটল স্মৃতি ফুটবল তাইনোথিয়ার গোলে জয়ী খেদাছড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। জয় পেলো খেদাছড়া এফ সি। পরাজিত করলো বালিছড়া এফ সি কে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টে। বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে মুখোমুখি হয় বালিছড়া এফসি এবং খেদাছড়া এফসি। শুরু থেকে দুটি দলাক্রমাত্তক ফুটবল খেললেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি।  দ্বিতীয়ার্ধে  আক্রমণের গতি বাড়ান দুদলের পুটবলাররা। ১৭ মিনিটে খেদাছড়া এফসি এর পক্ষে সোমোন্ড গোল করে এগিয়ে দেন দলকে। তবে ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি খেদাছড়ার ফুটবলাররা। গোল হজম করার কিছুক্ষণ পর  বালিছড়া এফ সি-‌র দীপ  গোল করে সমতা ফেরান। সমতা ফিরতেই ম্যাচ আরও জমজমাট হয়ে পড়ে। খেলার শেষ সময়ে খেদাছড়া এফ সি-‌রএর পক্ষে তাইনোথিয়া জয়সূচক গোল করেন। শেষ পর্যন্ত ২-১ গোলে খেদাছড়া এফসি কে জয়ী হয়। খেলা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন তাপস দেবনাথ।