Assam:মাদ্রাসায় বুলডজার চালিয়ে অসম সরকার প্রমাণ করল তারা মুসলমান বিরোধী : এআইইউডিএফ বিধায়ক আমিনুল

গুয়াহাটি, ১ সেপ্টেম্বর (হি.স.) : একের পর এক মাদ্রাসায় বুলডজার চালিয়ে অসমে বিজেপি সরকার প্রমাণ করেছে, তারা মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী। অভিযোগ করেছেন ধিঙের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম।

মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়ি এবং বরপটায় বাংলাদেশি-জিহাদি টাকায় পরিচালিত দুই মাদ্রাসার পর গতকাল বুলডজার চালিয়ে বঙাইগাঁও জেলার যোগীঘোপায় আল-কায়দা পরিচালিত কাবাইতারি মারকাজ-উল মা আরিফ-উ-কারিয়ানা মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। ততে বিধায়ক আমিনুল ইসলামের অভিযোগ রজ্যের বিজেপি সরকার ইসলাম তথা মুসলমান বিরোধী। আজ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বিধায়ক আমিনুল আরও বলেন, বৰ্তমানে স্বেচ্ছাচারী হিটলারি শাসন চলছে অসমে।

এই সরকার নাগপুরের কথা মতো ওঠ-বস করে। নাগপুরের নির্দেশেই ইসলামিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার উদ্যোগ নিয়েছে সরকার।

অসমে আনসার-উল্লাহ বাংলা টিম এবং আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট-এর সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে কয়েকটি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষককে গ্রেফতারের পর তিনি কী বলবেন, জিজ্ঞাসার জবাবে আমিনুল ইসলাম বলেন, জিহাদিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে মাদ্রাসা ভেঙে দেওয়ার ঘটনাকে সরকারের স্বেচ্ছাচারিতা বলে মনে করেন ধিঙের এআইইউডিফ বিধায়ক আমিনুল ইসলাম।