ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। মেয়েদের ডার্বি ম্যাচ ড্র তে নিষ্পত্তি। মহিলা লিগ ফুটবলে জম্পুইজলা, স্পোর্টস স্কুলের ম্যাচ ফুটবলপ্রেমীদের কাছে ডার্বি ম্যাচের মতোই। সোয়ারির গোলে রক্ষা পেল জম্পুইজলা। ইনজুরি টাইমের গোলে নিশ্চিত জয় হাতছাড়া হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই ছিল দু দলের মধ্যেই। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র তে মীমাংসিত ম্যাচ থেকে দু দল পয়েন্টও ভাগ করে নিয়েছে ১-১ করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা ঘরোয়া ক্লাব লিগ ফুটবল আসরের ষষ্ঠ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং জম্পুইজলা প্লে সেন্টারের ম্যাচটি ১-১ গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। পুলিশ মাঠে বুধবার বিকেলের ম্যাচটি শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এগোচ্ছিল। প্রথমার্ধের শেষ সময়ে ৩৪ মিনিটের মাথায় সাকচান্তির রিয়াং-এর গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১-০ তে লিড নেয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে স্পোর্টস স্কুলের মেয়েরা কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিমায় প্রথমার্ধের গোলটি ধরে রাখার চেষ্টা করে। তবে জম্পুইজলার মেয়েরা শেষ বাঁশী পর্যন্ত প্রয়াস জারি রাখে। এবং সাফল্যও পায়। একেবারে ইনজুরি টাইমে জম্পুইজলার সুযোগ সন্ধানী স্ট্রাইকার সোয়ারি দেববর্মা গোলটি পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, খোকন সাহা, হরি শর্মা সুপ্রিয়া দাস। আগামীকাল বিরতির পর পরবর্তী ম্যাচ ২ সেপ্টেম্বর, কিল্লা মর্নিং ক্লাব বনাম চলমান সংঘ। বিকেল তিনটায়, পুলিশ মাঠে।
2022-08-31