কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র সদ্য প্রকাশিত রিপোর্টের একাংশে বলছে, ২০২১ সালে দেশের বড় শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ কলকাতা। এর আগে ২০২০ সালেও এই তকমা পেয়েছিল এই শহর। যদিও রাজ্য বিজেপি-র অর্থনীতি বিষয়ক শাখার সহ আহ্বায়ক তথা দক্ষিণ কলকাতার একটি কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ রায় এই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বুধবার পঙ্কজবাবু হিন্দুস্থান সমাচার-এর প্রতিবেদককে বলেন, “ইংরেজিতে একটা কথা আছে ‘গার্বেজ ইন, গার্বেজ আউট’। আপনার পাঠানো তথ্যে যদি আবর্জনা থাকে, ফলাফলও সেরকম হবে। এখান থেকে রাজ্য যে তথ্য পাঠিয়েছে, তার বহিঃপ্রকাশ হয়েছে সমীক্ষায়। বাস্তবের সঙ্গে তার বিন্দুমাত্র মিল নেই।” দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে পঙ্কজবাবু এই প্রতিবেদককে বলেন, “২০১৯-এর পর থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রকে তথ্য এড়িয়ে যাচ্ছে বা চেপে যাচ্ছে। অপহৃত অনেক নারীর খোঁজ মেলেনি। তাহলে কেন তাঁদের পাচারের হিসাবে দেখাণো হবে না? এটা স্ববিরোধী এবং দ্বিচারিতা। তারপর নির্বাচনোত্তর হিংসার এত ঘটনা ঘটল। সেই তথ্যগুলো কোথায়? তথ্যের জুয়াচুরি করে কেন্দ্রকে হিসাব দাখিল করলে এনসিআরবি আর কী করবে?“
প্রসঙ্গত, সদ্যপ্রকাশিত এনসিআরবির রিপোর্ট বলছে, কলকাতার প্রতি লক্ষ জনসংখ্যার মধ্যে দেশের বাকি শহরের তুলনায় সব থেকে কম অপরাধের ঘটনা ঘটেছে। এর ভিত্তিতেই সব থেকে নিরাপদ শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতার নাম।