বন্যা কবলিত এলাকার পরিস্থিতি মূল্যায়ন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লখনউ, ৩১ আগস্ট ( হি.স.) : বন্যা কবলিত এলাকার পরিস্থিতি মূল্যায়ন করতে নিজেই বন্যা কবলিত এলাকায় আকাশ থেকে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বুধবার বিকেলে পূর্বাচল সফরে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী গাজিপুর, চান্দৌলি ও বারাণসী সফর করেন। এ সময় তিনি গাজীপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে কৌশল নির্ধারণ করেন তিনি।
বারাণসী ও চান্দৌলিতেও ত্রাণসামগ্রী বিতরণ করেন। বারাণসীর অসি ঘাট থেকে মোটরবোটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। বারাণসীতে বন্যা ত্রাণ কেন্দ্র পরিদর্শন করার পরে তিনি আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *