চলতি বছর মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে মৃত্যু ৯৮ জনের, মোট সংক্রমিত ২,৩৩৭ জন

মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): চলতি বছর মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৮ জন। মোট সংক্রমিত ২,৩৩৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট অবধি মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৮ জনের এবং সংক্রমিত হয়েছেন ২,৩৩৭ জন।

মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুর প্রকোপ সবথেকে বেশি পুণে-তে, সেখানে মৃত্যু ও সংক্রমিত যথাক্রমে-৩৩ ও ৭৭০। মুম্বইয়ে মৃত্যু হয়েছে ৩ জনের ও সংক্রমিত ৩৪৮ জন। পুণের পর মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুর প্রকোপ বেশি থানে জেলায়, সেখানে মৃত্যু ও সংক্রমিত ১৪ ও ৪৭৪।
মহারাষ্ট্রের কোলহাপুরে সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়েছে ৩৩ জনের, নাসিকে মৃত ১২, আহমেদনগরে ৫ জন প্রাণ হারিয়েছেন।