আগরতলা, ৩০ আগস্ট (হি. স.) : গাড়ি চালককে মারধরের ঘটনায় উত্তপ্ত কমলপুর মহকুমায় আজ শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শান্তি ফিরিয়ে আনার পক্ষেই সকলে মত দিয়েছেন বলে দাবি করেছেন কমলপুর মহকুমা শাসক অভিজিত চক্রবর্তী। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হালহালি বাজারে পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে ধলাই জেলায় কমলপুর মহকুমায় আনন্দবাজারস্থিত এসটি বাজারে গাড়ি চালক শ্যামল শুক্ল দাস দুর্বৃত্ত হামলায় গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিত্সকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।
ওই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে যান চালকরা আমবাসা-কমলপুর সড়কের হালহালি বাজার, মানিকভান্ডার, লাম্বু চৌমুহনি এবং এয়ারপোর্ট চৌমুহনিতে অবরোধ করেন। তাতে কমলপুর-খোয়াই এবং কমলপুর-আমবাসা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
এদিকে, রবিবার হালহালিতে ছিল সাপ্তাহিক হাটবার। সকাল থেকেই সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলে বসেছিলেন। অবরোধকারীদের দাবি ছিল, গাড়ি চালক শ্যামল শুক্ল দাসের উপর অমানুষিক অত্যাচারের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং খোয়াই -কমলপুর সড়কের লাম্বু চৌমুহনি হতে সুখিয়েবাড়ি ক্যাম্প পর্যন্ত পুলিশ পেট্রোলিংয়ের ব্যবস্থা করতে হবে৷
অন্যদিকে, অবরোধকারীদের হৈ হুল্লুরে হালহালি বাজারে আসা জনগন ছুটাছুটি শুরু করেন৷ তাতে আহত হন তুনিল সিনহা৷ অবরোধকে কেন্দ্র করে সকাল থেকেই অগ্ণিগর্ভ হয়ে উঠেছিল হালহালি এলাকা৷ ঘটনার খবর পেয়ে কমলপুর থানা সহ নানা স্তরের পুলিশ সিআরপিএফ, টিএসআর ঘটনাস্থলে ছুটে গিয়েছিল৷ জেলা পুলিশ প্রধান রমেশচন্দ্র যাদব সহ নানা স্তরের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলেন৷ অবশেষে প্রশাসনের তরফ থেকে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা সেদিন আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন৷ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে কমলপুর মহকুমায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
কিন্তু, সোমবার পুনরায় যান চালকরা কমলপুর মহকুমায় চারটি স্থানে অবরোধ করেন। তাতে, নিত্যযাত্রীরা ভীষণ অসুবিধার সম্মুখীন হন। খবর পেয়ে মহকুমা এবং পুলিশ প্রশাসন অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের সাথে কথা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু, পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে এই আশঙ্কা থেকেই গতকাল রাতেও কমলপুর মহকুমায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
আজ ওই সমস্যার স্থায়ী সমাধানে শান্তি বৈঠক হয়েছে। জেলা ও মহকুমা প্রশাসনের উদ্যোগে হালহালি কমিউনিটি হলে ওই শান্তি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। কমলপুর মহকুমা শাসক অভিজিত চক্রবর্তী জানান, ধলাই জেলা অতিরিক্ত জেলা শাসক মুসলেমউদ্দিন আহমেদ, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এলাকার প্রধান, বাজার কমিটির সম্পাদক, সভাপতি এবং স্থানীয় সমাজসেবীদের উপস্থিতিতে শান্তি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই বৈঠকে সব অংশের মানুষ অংশগ্রহণ করেছেন। তাতে, শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য সকলেই একমত হয়েছেন।কমলপুর মহকুমা শাসকের দাবি, আজকের বৈঠকের ফলে মহকুমা জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। হালহালি বাজারে পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। তাতে, মানুষের মনে ভয় দূর হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী রবিবার হালহালি বাজারে সাপ্তাহিক হাটবার শান্তিতেই সম্পন্ন হবে।