কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): তিলোত্তমায় আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই, বৃষ্টির পরিবর্তে বাড়বে গরম, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। রোদের তেজও যথেষ্ট বাড়ছে। বৃষ্টি থামতেই তিলোত্তমায় ফের বেড়েছে গরম, চড়ছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
মঙ্গলবার সকাল থেকেই চড়া রোদ ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। সকাল থেকেই অনুভূত হয়েছে গরমের তেজ, আপেক্ষিক আর্দ্রতা থাকার কারণে গুমোট গরমও ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্ত।