ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। জয় পেলো ইয়ুথ ফোরাম দল। ৩-০ গোলে পরাজিত করলো কুকি বাড়ি দলকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। সোমবার বড়পাথারি স্কুল মাঠে দুটি ম্যাচ হয়। এদিন প্রথমার্ধে কুকিবাড়ির ফুটবলাররা জোড় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা এবং দমের অভাবে পিছিয়ে পড়ে। ওই সুযোগটা কাজে লাগিয়ে দলকে দ্বিতীয় রাউন্ডে তুললেন পল্টু দত্ত চৌধুরিরা। এদিন প্রথম ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। ইয়ুথ ফোরামের ফুটবলারদের পায়ে বল বেশী থাকলেও বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কুকি বাড়ে দলের ফুটবলারদের দমের অভাব দেখা দিতেই আক্রমণের গতি বাড়ান ইয়ুথ ফোরামের ফুটবলাররা। আর এতে আসে সফলতা। দলের পক্ষে রাজ সাধন জমাতিয়া, পল্টু দত্ত চৌধুরি এবং অলকেন্দু ভৌমিক গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন রাজীব মজুমদার।