কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথমবার বঙ্গ সফরে সুনীল বনসল। কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয় সুনীল বনসলকে। সোমবার থেকে শুরু হওয়া বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বেলা বারোটায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন সুনীল বনসল।
বিজেপি সূত্রের খবর, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল সুনীল বনসলের। সর্বভারতীয় স্তরে বিজেপিতে এ বার গুরুত্বপূর্ণ পদে সেই সুনীল বনসল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জেপি নাড্ডার নির্দেশে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তেলেঙ্গানায় দলের সংগঠনকে শক্তিশালী করার গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুনীল বনসলের কাঁধে।
বিমানবন্দরে আসার অনেক আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে। দলীয় পতাকা, ফুল চন্দন নিয়ে নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষককে বরণ করতে হাজির হন দলের মহিলা সমর্থকরা। দশ জন মহিলা ঢাকির দলও ঢাক বাজিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষককে স্বাগত জানান।
পুষ্পবৃষ্টি সহযোগে চন্দনের ফোঁটা পরিয়ে বিমানবন্দর চত্বরেই বরণ করে নেন দলের মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতৃত্ব সুনীল বনসলের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরপরই বিমানবন্দরের ভেতরেই সুনীল বনসল, অমিত মালব্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুকান্ত শুভেন্দু-দিলীপরা।

