নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ ফের ভাঙন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসে৷ সাম্প্রতিক সময়ে বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও দল ছেড়েছেন একাধিক নেতাকর্মীরা৷ ত্রিপুরার রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত খান দলের দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে এদিন দল ছাড়েন৷স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দলের অন্দরে৷উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ ভোটে জয়লাভের পর থেকেই ভারতের একাধিক রাজ্যে নিজেদের ঘাঁটি মজবুত করার উদ্দেশ্যে তৎপর হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস৷ এক্ষেত্রে ত্রিপুরা, অসম এবং গোয়ার মতো রাজ্যগুলিতে ক্ষমতা বিস্তারে নজর দেয় ঘাসফুল শিবির৷ তবে বর্তমান সময়টা কিছুতেই যেন ভালো যাচ্ছে না তাদের৷ দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে বাংলায় কোণঠাসা হওয়ার পাশাপাশি এবার সেই আঁচ পৌঁছে গেল পড়শী রাজ্যেও৷
গত বছর থেকেই ত্রিপুরা জয়ের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব৷ এক্ষেত্রে সুস্মিতা দেব, রাজীব ব্যানার্জিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পাশাপাশি কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত সামনের সারির নেতারাও একাধিকবার রওনা দেন ত্রিপুরাতে৷ পরবর্তী সময়ে ত্রিপুরা পুরভোটেও ভোট শতাংশের বিচারে সিপিএম এবং কংগ্রেসকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে তারা৷ তবে এরপর থেকেই শুরু হয় ভাঙন৷ গত ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে চারটি কেন্দ্রে শোচনীয় পরাজয় ঘটে তৃণমূল কংগ্রেসের৷
পরবর্তীতে শীর্ষ নেতাদের পাশাপাশি একাধিক কর্মী সমর্থকরাও তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন৷ এক্ষেত্রে রাজীব ব্যানার্জি এবং সুস্মিতা দেবকে দায়িত্ব দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হওয়ার কোন রকম লক্ষণ দেখা যায়নি৷আর এদিন দলকে আরো অস্বস্তিতে ফেলে তৃণমূল ছাড়লেন আব্দুল বাসিত খান৷ ত্রিপুরার রাজ্য কমিটির সহ সভাপতির আচমকা দলত্যাগ বর্তমানে একাধিক প্রশ্ণচিহ্ণের মুখোমুখি করে তুলেছে৷ এক্ষেত্রে আব্দুল বাসিত খান জানান যে, তিনি ২০১৪ সাল থেকে তৃণমূলের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে একের পর এক দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েছে দল৷
আর সেই দুর্নীতির একাধিক প্রমাণ সামনে আসার কারণেই তিনি দলত্যাগ করেছেন৷ এদিন রাজীব ব্যানার্জীর কাছে সেই প্রসঙ্গে একটি চিঠিও পৌঁছে দেন আব্দুল৷ এক্ষেত্রে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে গরু এবং কয়লা পাচারের মতো মামলাগুলি এবার পড়শী রাজ্যেও দলের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের৷ যেভাবে বাংলায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলরা দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে চলেছেন, তাতে চিন্তিত তৃণমূল শিবির আর এবার সেই ইস্যুকে সামনে এনে বাসিত খানের দলত্যাগ তাদের সেই চিন্তাকে আরো বহু গুনে বাড়িয়ে তুললো৷
2022-08-29