সিওল, ২৯ আগস্ট (হি. স.) : দক্ষিণ কোরিয়ায় একদিনে করোনায় আক্রান্ত ৪৩ হাজারের বেশি। রবিবার থেকে সোমবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। একদিনে একসঙ্গে এতজনের করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
এই নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩ কোটি, ২৪ হাজার, ৯৬০। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে হল ২৬, ৬১৮। বিশ্বের বহু দেশেই করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা অতিমারি পর্বের তুলনায় কম হলেও নানা প্রান্ত থেকেই প্রতিদিন গড়ে ৩০জনের আক্রান্ত হওয়ার খবর মিলছে।

