সখি এক্সপ্রেস’ প্রকল্প বলে ১৬৭ জন মহিলার হাতে স্কুটির চাবি তুলে দিলেন বিটিআর-প্রধান প্রমোদ

কোকরাঝাড় (অসম), ২৯ আগস্ট (হি.স.) : ‘সখি এক্সপ্রেস’ প্রকল্প বলে ১৬৭ জন ছাত্রীর হাতে স্কুটির চাবি তুলে দিয়েছেন বিটিআর-প্রধান প্রমোদ বড়ো।

অসম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের আওতায় আজ সোমবার কোকরাঝাড় জেলার পাঁচটি উন্নয়ন ব্লকের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ১৬৭ জন মহিলাকে ‘সখি এক্সপ্রেস’ প্রকল্পের মাধ্যমে স্কুটি বিতরণ করা হয়েছে৷

এই উপলক্ষ্যে এদিন কোকরাঝাড় শহরের তিতাগুড়িতে ইরাগদাও কমিউনিটি হল প্রাঙ্গণে ‘সখি এক্সপ্রেস’ প্রকল্প ২০২১-২২ বৰ্ষের এসওপিও বিতরণ করা হয়েছে৷ কৃষি, বিমা, ব্যাংক মিত্র, সিআরপিইপি, এমবিকে-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সখীদের একটি করে স্কুটি বিলি করে মহিলাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিটিআর-প্রধান প্রমোদ বড়ো।

স্কুটি বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআর-এর কার্যনির্বাহী সদস্য রেওরওয়া নার্জারি, অরূপকুমার দে, কোকরাঝাড় পুরসভার চেয়ারপার্সন প্রতিভা ব্রহ্মা, অতিরিক্ত জেলাশাসক রাজীব দাস, কোকরাঝাড় ডেভেলপমেন্ট ব্লক অফিসার সমীর বসুমতারি প্রমুখ বহুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *