করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের আবগারি মন্ত্রী সঞ্জয় রাঠোড়

মুম্বই, ২৮ আগস্ট ( হি.স.) : করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের আবগারি মন্ত্রী সঞ্জয় রাঠোড়। টুইটারে তিনি এই তথ্য জানিয়ে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন।

শনিবার মুম্বাইয়ের সেন্ট জর্জ হাসপাতালে সঞ্জয় রাঠোড়ের করোনা পরীক্ষা করা হয়। শনিবার গভীর রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। মুম্বইয়ের সরকারি বাসভবনেই তার চিকিৎসা চলছে। মন্ত্রিসভা সম্প্রসারণের পর প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন শিন্দে সরকারের একজন মন্ত্রী।
শিন্দে সরকারের মন্ত্রী সঞ্জয় রাঠোড়ের বিরুদ্ধে মহাবিকাশ আঘাড়ি সরকারের আমলে টিকটক তারকা পূজা চভানের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে মন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।