বিধা বিপত্তির মধ্য দিয়ে বাম ছাত্র যুবদের রক্তদান করতে হচ্ছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  রাজধানী আগরতলা শহরের অভয়নগরে ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় অভয়নগর এলাকায়৷ রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা মানিক সরকার সহ ডি ওয়াই এফ আই -র অন্যান্য নেতৃবৃন্দ৷
রক্তদান শিবিরের উদ্বোধনের অনুষ্ঠানে ঐদিন বিরোধী দলনেতা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য করেন৷ পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন৷ শিবিরে অংশ নেয় ৪০ জন রক্তদাতা৷ শিবিরে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহ সম্পাদক আব্দুল আলি জানান, রক্তের বিকল্প নেই৷ ব্লাড ব্যাংকগুলিতে রক্তের হাহাকার সৃষ্টি হয়ে আছে৷ তাই বাম যুব সংগঠন ধারাবাহিকভাবে রক্তদান শিবিরে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করছে৷
এ ধরনের শিবির আগামী দিনেও অব্যাহত থাকবে৷ এতে করে রক্তের সংকট কিছুটা হল মিটবে বলে আশা ব্যক্ত করেন আব্দুল আলি৷ বিরোধী দলনেতা মানিক সরকার রক্তদান পরিদর্শনকালে বলেন বাম ছাত্র যুবকরা বহুদিন ধরেই এ ধরনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে নিজেদের সামাজিক চেতনার পরিচয় দিয়ে আসছে৷ তিনি বলেন বর্তমান সরকারের আমলে রক্তদান শিবির সংঘটিত করতে গিয়েও বাম ছাত্র যুবক নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে৷ তা কোনভাবেই কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন৷ বাধা-বিপত্তি উপেক্ষা করে ছাত্র যুব সমাজকে রক্তদানের মত সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *