নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ রবিবার অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এ্যাসোসিয়েশনের অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন৷ এদিনের এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা৷
বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, মনের সুস্থতা, মানসিক প্রশান্তির জন্য এই এ্যাসোসিয়েশনের গুরুত্ব বর্তমান সময়ে অপরিসীম৷ প্রতিদিনকার ব্যস্ত জীবনে নিজেকে সুস্থ রাখতে এই লাফিং ক্লাব খুবই সময়োপযোগী৷
এছাড়াও এই লাফিং ক্লাব বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও জড়িত৷ তাই ক্লাবের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন মেয়র৷ আগামিদিনে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যএর ফলে যেন আরও সামাজিক উন্নতি সম্ভব হয় তার আশা ব্যক্ত করেছেন মেয়র৷
2022-08-28

