নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা এখন চোর ডাকাতদের দখলে৷ বলতে গেলে চোর, ডাকাতদের অবাধ বিচরণ ভূমিতে পরিনত হয়েছে৷
শনিবার আগরতলায় সাত জায়গায় চুরি হয়েছে৷ রামনগর চারের শেষ মাথায় মসজিদ সংলগ্ণ এলাকায় বাজারের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে৷ ঘটনার পর পুলিশকে জানানো হলেও, থানার স্টাফ না থাকায় ঘটনাস্থলে আসতে অনেক বিলম্ব হয়৷ তাতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷
2022-08-28

