মেঘালয়ের রঙ্গারা সীমান্তে বিএসএফ জওয়ানদের ওপর বাংলাদেশি পাচারকারীদের হামলা, ঘায়েল দুই

তুরা (মেঘালয়), ২৮ আগস্ট (হি.স.) : মেঘালয়ের দক্ষিণ গারোপাহাড় জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত রঙ্গারায় কর্তব্যরত বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানদের ওপর শনিবার মধ্যরাতে বাংলাদেশি একদল চোরাকারবারি হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ গারোপাহাড়ের পুলিশ সুপার সিদ্ধার্থ আম্বেদকর জানান, শনিবার রাতে বিএসএফ-এর এক টিম আন্তর্জাতিক সীমান্তের কাছে রঙ্গারা ম্যাচাকোল গ্রামে বর্ডার রোডে টহল দিচ্ছিল। টহলদারী জওয়ানরা চোরাচালানের গ্রামের চোরাকারবারের রুটগুলির ওপর নিরীক্ষণ করছিলেন। তখন আচমকা একদল বাংলাদেশি চোরাকারবারি হঠাৎ অন্ধকারে তাদের উপর ড্যাগার, খুকরি, তরোয়াল নিয়ে হামলা চালায়। চোরাকারবারিদের আচমকা হামলায় ঘায়েল হয়েছেন দুই জওয়ান। পুলিশ সুপার জানান, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই।

পুলিশ সুপার সিদ্ধার্থ আম্বেদকর জানান, আহত উভয় জওয়ানকে বিএসএফ-এর অন্য জওয়ানরা উদ্ধার করে রঙ্গারা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য তাঁদের তুরা সিভিল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দুজনেই আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, ভারত থেকে বাংলাদেশে গবাদি পশু পাচার দক্ষিণ গারোপাহাড় জেলার একটি প্রধান সমস্যা। বাংলাদেশ থেকে চোরাকারবারিরা বিভিন্ন সামগ্রী যেমন কাপড়, গহনা, গৃহস্থালির জিনিসপত্র ইত্যাদি ভারতে পাচার করে।