নয়াদিল্লি, ২৮ আগস্ট ( হি.স.) : আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব এবং স্বাধীনতা দিবসের বিশেষ উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারের সময় দেশের সম্মিলিত শক্তি দেখেছি। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘হর ঘর তেরঙা’ অভিযানে উৎসাহ ও দেশপ্রেমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মাসে ‘অমৃত মহোৎসব’-এ দেশের প্রতিটি কোণায় কোণায় প্রবাহিত হয়েছে। অমৃত মহোৎসবের এই রং শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও দেখা গিয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই আগস্ট মাসে আপনার সমস্ত চিঠি, বার্তা এবং কার্ড আমার অফিসকে তিরঙ্গা করেছেন। আমি খুব কমই এমন কোনো চিঠি পেয়েছি যেখানে তেরঙ্গা নেই, বা তেরঙ্গা এবং স্বাধীনতার কথা উল্লেখ নেই। অমৃত উৎসবে সুন্দর ছবি ও শিল্পকর্ম পাঠিয়েছে শিশু ও তরুণ বন্ধুরা। তিনি বলেন, স্বাধীনতার এই মাসে আমাদের সারা দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে অমৃত মহোৎসবের অমৃত ধারা বইছে। অমৃত মহোৎসব ও স্বাধীনতা দিবসের এই বিশেষ উপলক্ষ্যে আমরা দেখেছি দেশের সম্মিলিত শক্তি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, একটা চেতনা অনুভব হয়েছে। এত বড় দেশ, এত বৈচিত্র্য, কিন্তু যখন তেরঙ্গা উত্তোলনের কথা এল, তখন সবাই একই চেতনায় বয়ে চলে। মানুষ নিজেই এগিয়ে এসেছে, তেরঙার গর্বের প্রথম প্রহরী হয়ে উঠেছে। ইন্দোরে মানুষ মানববন্ধনের মাধ্যমে ভারতের মানচিত্র তৈরি করেছে। চণ্ডীগড়ে যুবকরা একটি বিশাল মানব তিরঙ্গা তৈরি করেছে। এই দুটি প্রচেষ্টা গিনেস রেকর্ডেও রেকর্ড করা হয়েছে।