অভয়াপুরিতে আত্মঘাতী পুলিশ জওয়ান

অভয়াপুরি (অসম), ২৮ আগস্ট (হি.স.) : বঙাইগাঁও জেলার অন্তর্গত অভয়াপুরিতে অসম পুলিশের জনৈক জওয়ান আত্মহত্যা করেছেন। আত্মঘাতী জওয়ানকে অষ্টম অসম সশস্ত্ৰ পুলিশ বাহিনীর চিত্তরঞ্জন চৌধুরী (৫৭) বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ রবিবার ভোররাত ৩:২৫ মিনিটে নিজের সার্ভিস কাৰ্বাইনের গুলিতে বুক ছিন্নভিন্ন করে আত্মঘাতী হয়েছেন চিত্তরঞ্জন চৌধুরী। ঘটনার পর পুলিশ এসে প্রাথমিক এনকুয়েস্ট করে প্রয়াত চৌধুরীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙাইগাঁও সিভিল হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ঘটনার খবর তাঁর পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সহকর্মীদের কাছে জানা গেছে, দীৰ্ঘদিন ধরে তিনি কোনও এক রোগে আক্ৰান্ত ছিলেন। সাম্প্রতিককালে তাঁকে মানসিক অবসাদে ভুগতে দেখেছেন সহকর্মীরা। মর্মন্তিক এই ঘটনায় অসম সশস্ত্ৰ পুলিশ বাহিনীর মধ্যে শোক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *