নীরজ চোপড়াকে অভিনন্দন জানালেন শচিন তেন্ডুলকার

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.) : ফের ইতিহাস গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া । চোট থেকে ফিরেই লুসেন ডায়মন্ড লিগে সোনা জিতলেন ভারতীয় ক্রীড়াবিদ। এই সাফল্যের পর তারকা জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচিন তেন্ডুলকার ।

তেন্ডুলকার টুইট করেছেন, “হতাশা আপনাকে আরও শক্তিশালী করে তোলে এবং এটি আপনাকে উচ্চ লক্ষ্য রাখতে এবং আগের চেয়ে আরও ভাল হতে অনুপ্রাণিত করে। লুসানে ডায়মন্ড লিগ মিটে আপনার জয় এটা দেখিয়ে দিল যে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম সবসময়ই সাফল্য এনে দেয়। নীরজ আপনি একজন তারকা! সর্বদা উজ্জ্বল থাকুন । “

প্রসঙ্গত, কুঁচকিতে চোটের কারণে কমনওয়েলথ গেমসের মঞ্চে নামতে পারেননি নীরজ। কিন্তু জানিয়ে দিয়েছিলেন, ডায়মন্ড লিগে কামব্যাক করবেন। শুধু কামব্যাকই করলেন না, তাঁকে দেখা গেল একেবারে চেনা ফর্মে। যেখানে ৮৯.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নজির গড়লেন তিনি। এটাই তাঁর কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। চলতি মরশুমেই নীরজের সেরা দুই থ্রোয়ের সাক্ষী হয়েছিল ক্রীড়াদুনিয়া। ৮৯.৩০ এবং ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলেন তিনি।

এদিন নিজের প্রথম থ্রোয়েই সেরাটা উজার করে দেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৫.১৮ মিটার থ্রো করেন। তৃতীয় থ্রো করেননি। চতুর্থ থ্রোয়ে ফাউল করেন। পঞ্চম থ্রোয়ে জ্য়াভলিন পৌঁছায় ৮০.০৪ মিটার দূরত্বে। চলতি বছর স্টকহোমসে ডায়মন্ড লিগে কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন নীরজ। আর এবার লুসানে ইতিহাস গড়ে ডায়মন্ড লিগের ফাইনালের টিকিট পাকা করে ফেললেন তিনি। এই লিগে সাত পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অলিম্পিকে সোনাজয়ী নীরজ। প্রথম ভারতীয় হিসেবে সুইৎজারল্যান্ডের জুরিখে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর লিগের ফাইনালের মঞ্চে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, একইসঙ্গে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলারও যোগ্যতা অর্জন করে ফেললেন ভারতীয় তারকা।

এই ডায়মন্ড লিগে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স অংশ নেননি। ছিলেন না পাকিস্তানের আর্শাদ নাদিমও, যিনি কিছু দিন আগে কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের বেশি দূরত্বে বর্শা ছুড়ে সোনা জিতেছেন। শুক্রবার নীরজের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভালদেচ। তাঁর সর্বোচ্চ দূরত্ব ৮৫.৮৮ মিটার। তৃতীয় স্থানে আমেরিকার কার্টিস থম্পসন, যিনি ৮৩.৭২ মিটার দূরে বর্শা ছুড়েছেন।

লুসানে এক নম্বর স্থান দখল করে নীরজ বলেন, “আজকের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। ৮৯ মিটার আমার কাছে ভাল ফল। চোট থেকে ফিরেই এই পারফর্ম করতে পেরেছি বলে বেশি ভাল লাগছে। আজকের পারফরম্যান্সের পর বুঝতে পারছি যে দ্রুত সেরে উঠছি। চোটের জন্য কমনওয়েলথ গেমসে খেলতে পারিনি। এখানে ভাল পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারলাম। আশা করি, জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে আরও ভাল করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *