নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে পথচারীদের জন্য সবরমতী নদীর উপর নির্মিত ‘অটল সেতু’ উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সবরমতী রিভারফ্রন্টে খাদি উৎসব উদযাপনে ভাষণ দেবেন।
শনিবার ও রবিবার গুজরাট সফরে থাকবেন তিনি। গুজরাট সরকার জানিয়েছে- ‘প্রথম দিনে খাদি উৎসবের অনুষ্ঠানে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সন্ধ্যায় সবরমতী নদীর তীরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই জায়গায় প্রধানমন্ত্রী ফুট সেতু ‘অটল সেতু’ উদ্বোধন করবেন।
আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এই সেতুটি তৈরি করেছে। একটি আকর্ষণীয় নকশা এবং এলইডি আলো সহ এই সেতুটি প্রায় ৩০০ মিটার দীর্ঘ এবং ১৪ মিটার চওড়া। সাইকেল আরোহীরাও এই সেতু দিয়ে যেতে পারেন। এই সেতু থেকে মানুষ নীচ ও ওপরের উভয় পথ দিয়ে নদীতীরে পৌঁছাতে পারে। সেতুটি নির্মাণে ২ হাজার ৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ ব্যবহার করা হয়েছে।