জম্মু, ২৭ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জম্মুর আর এস পুরার আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত থেকে ওই পাক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ।
বিএসএফ জানিয়েছে, ধৃত পাক অনুপ্রবেশকারীর নাম-মহম্মদ শাহবাদ (৪৫)। তার বাড়ি শিয়ালকোটে। শুক্রবার মধ্যরাতে আর্নিয়া সেক্টর থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই পাক অনুপ্রবেশকারী। বিএসএফ আরও জানিয়েছে, রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালানো হয়। এরপর ওই পাক অনুপ্রবেশকারীকে হেফাজতে নেওয়া হয়। ধৃতের কাছ থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।