নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ আগস্ট৷৷ মোটর বাইক চুরি রাজ্যে নিত্য ঘটনা৷ কিন্তু মোটর বাইককে টেক্কা দিয়ে এবারে গাড়ি চুরির ঘটনা সংগঠিত হলো সোনামুড়া থানাধীন মতিনগর এলাকায়৷
ঘটনার বিবরনে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ পূর্বে মতিনগর এলাকার যুবক সাইফুল ইসলাম নতুন বাজার এলাকার তার এক নিকট আত্মীয় মিজানুর রহমানের কাছ থেকে টিআর০১জে-০৭৪২ নম্বরের মারুতি সুজুকি গাড়ি ক্রয় করে ছিল৷ কিন্তু তার বাড়িতে যাতায়াতের তেমন ভালো রাস্তা না থাকায় গাড়িটিকে সব সময় তার এলাকার বাজারে অর্থাৎ মতিনগর বাজারের পোষ্ট অফিসের কাছে লক করে রাখতো৷
ফলে প্রতিদিনকার ন্যায় বৃহস্পতিবার রাত্রি বেলায় গাড়িটিকে মতিনগর পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় রেখে গাড়ির মালিক সাইফুল ইসলাম বাড়িতে চলে যায়৷ পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে সে বের হয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে এসে দেখে তার গাড়িটি সেখানে নেই৷ পরবর্তীতে বহু খোঁজাখুঁজি করেও তার গাড়িটির কোনো হদিস পায়নি৷ শেষ পর্যন্ত গাড়ি না পেয়ে মালিক সাইফুল ইসলাম শুক্রবার দুপুরে সোনামুড়া থানার দ্বারস্থ হয় এবং থানায় লিখিত ডায়েরি করে৷ কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ৷