বেঙ্গালুরু, ২৭ আগস্ট ( হি.স.) : দলে যদি আর একজনও এমন নেতা বা নেত্রী না থাকেন, যিনি ভারতের সর্বত্র সমান জনপ্রিয়, তাহলে রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে ফিরিয়ে আনা হবে ৷ গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পরই একথা বলেন দলের অন্যতম প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে৷
এই প্রসঙ্গে খাড়গের বক্তব্য, দলের সর্বভারতীয় সভাপতি পদে এমন একজনের বসা উচিত, যাঁকে সারা ভারতের মানুষ চেনে এবং যাঁকে কন্যাকুমারী থেকে কাশ্মীর ও পশ্চিমবঙ্গ থেকে গুজরাতের বাসিন্দারা সমর্থন করেন ৷ খাড়গের কথায়, “কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে বসা মানুষটিকে অবশ্যই সুপরিচিত হতে হবে ৷ একইসঙ্গে, দলেও তাঁর সার্বিক গ্রহণযোগ্যতা থাকতে হবে ৷ কিন্তু, এই মুহূর্তে দলে রাহুল গান্ধী ছাড়া এমন আর একজনও নেই৷”
মল্লিকার্জুন খাড়গে এই প্রসঙ্গে সকলকে মনে করিয়ে দেন, কংগ্রেসের বর্তমান অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী অত্যন্ত অসুস্থ ৷ কিন্তু, দলের বাকিদের অনুরোধে তিনি নেতৃত্ব দিতে বাধ্য হচ্ছেন ৷ বস্তুত, দলের অন্য নেতা ও কর্মীরাই চেয়েছিলেন, রাহুল গান্ধী সংগঠনের হাল ধরুন এবং সামনে থেকে লড়াই করুন ৷ কিন্তু, এবার শীর্ষ নেতৃত্বে স্থায়ীভাবে কারও বসা দরকার ৷ আর সেক্ষেত্রে রাহুল গান্ধীর কোনও বিকল্প রয়েছে বলে মনে করেন না মল্লিকার্জুন খাড়গে ৷