ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। বিশ্রামগঞ্জকে রুখে দিয়েছে কিল্লা। মহিলা লীগ ফুটবলের দ্বিতীয় ম্যাচ, শক্তিশালী দুই দল কিল্লা মর্নিং ক্লাব ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের লড়াই ছিল। জয়ের লক্ষ্যে মুখিয়ে ছিল দু’দলই। পরিমিত প্র্যাকটিস না করতে পারলেও মাঠে কিন্তু আজ দু’দলের বেশ লড়াই হয়েছে বলা চলে। টিএফএ আয়োজিত ঘরোয়া ক্লাব লীগ মহিলা ফুটবলের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুই দলকে ১-১ করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। এ.ডি নগরস্থিত পুলিশ মাঠে শনিবার বিকেলে ম্যাচের শুরু থেকেই পরস্পরের বিরুদ্ধে দুই দলের আক্রমণ প্রতিআক্রমণ পরিলক্ষিত হলেও জালে বল জড়ানোর কাজটি কারোর দ্বারা-ই সম্ভব হয়নি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধও নিষ্পত্তি হয় গোলশূন্য ড্র-তে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, সুশান্ত দাস, বিশ্বজিৎ পাল ও সুপ্রিয়া দাস। দিনের খেলা চলমান সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, বিকেল তিনটায় পুলিশ মাঠে।
2022-08-27