রাঁচি, ২৭ আগস্ট ( হি.স.) : ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে মহাজোটের বিধায়কদের বৈঠক শেষে ইউপিএ বিধায়কদের দুপুর ২টায় তিনটি বিলাসবহুল ভলভো বাসে ঝাড়খণ্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিধায়কদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
বিধায়কদের মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ছত্তিশগড় বা বাংলার অন্য কোথাও স্থানান্তরিত করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। কংগ্রেস ও জেএমএম বিধায়করা বাসে রয়েছেন। তিনটি বাসকেই পুলিশি নিরাপত্তায় নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কনভয়ও ছুটছে পেছন থেকে। তবে জানা গিয়েছে, কংগ্রেস তাদের বিধায়কদের ছত্তিশগড়ে স্থানান্তর করতে পারে। মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।