লামডিং (অসম), ২৭ আগস্ট (হি.স.) : বৃষ্টির জমাজলে ভাসছে রেলশহর লামডিঙের বিভিন্ন এলাকা। গত দুদিন থেকে লামডিং ও পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে শহরের নিউ কলোনি, পাম্প রোড, হাটিভঙা কলোনি, ইঞ্জিনিয়ারিং কলোনি, ব্ৰিক ফিল্ড, সমাজবাড়ি সহ লামডিঙের অধিকাংশ এলাকা এখন কৃত্ৰিম বন্যার কবলে।
ধারা বর্ষণের ফলে লামডিঙের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় মানুষ স্থানীয় (লামডিং) বিধায়ক শিবু মিশ্ৰকে কৃত্রিম বন্যাক্রান্ত মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখতে কাতর অনুরোধ জানিয়েছেন। এদিকে কৃত্রিম বন্যার পরিপ্রেক্ষিতে লামডিঙে সতর্কতা জারি করেছে বিদ্যুৎ দফতর।