আগরতলা, ২৭ আগস্ট (হি. স.) : দুইদিনের সফরে রবিবার ত্রিপুরায় আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর সফরকে ত্রিপুরায় প্রস্তুতি জোরকদমে চলছে। আগামী ২৯ আগস্ট খুমুলুঙয়ে জনসভায় প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা পুলিশ ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে গেছেন। বিজেপির শীর্ষ পদাধিকারীরাও এদিন জনসভার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। আগামীকাল তিনি ত্রিপুরায় এসে দলের বিভিন্ন পদাধিকারী এবং শরিক দলের সাথে বৈঠক করবেন। সকালে তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য এলাহি আয়োজন করা হয়েছে।
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা আগামীকাল ১০ টা ৪৫ মিনিট এমবিবি বিমান বন্দরে নামবেন। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, আপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা, ত্রিপুরার প্রভারী সাংসদ বিনোদ সোনকর, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা, প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, এবং প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মণ।
আগামীকাল তিনি ত্রিপুরায় আসার পর বিমান বন্দরেই প্রধানমন্ত্রীর মন কি বাত শুনবেন। এরপর বিমানবন্দরের বাইরে তাঁকে জনজাতি, মণিপুরী এবং বাঙালি চিরাচরিত সংস্কৃতি মেনে নাচে-গানে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। বিমান বন্দর থেকে রাজ্য অতিথিশালা যাওয়ার পথে মোট ৬ টি স্থানে অভ্যর্থনা জানানোর জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।
জানা গেছে, আগামীকাল দুপুর ২ টা থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রথমে তিনি বিজেপির প্রদেশ কমিটি এবং বিভিন্ন মোর্চার সভাপতিদের সাথে বৈঠক করবেন। এরপর তিনি জনজাতি বিধায়ক এবং জেলা পরিষদের সদস্যদের সাথে আলোচনা সারবেন। সন্ধ্যা ৬ টা থেকে বিজেপির মন্ত্রী এবং বিধায়কদের সাথে তিনি বৈঠক করবেন। ওই বৈঠক শেষে শরিক দল আইপিএফটির বিধায়কদের সাথে কথা বলবেন। রাত সোয়া ৯ টা থেকে তিনি বিজেপির প্রদেশ কোর কমিটির সদস্যদের সাথে আলোচনা শুরু করবেন।
দেখা যাচ্ছে, আগামীকাল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার ঠাসা সাংগঠনিক কর্মসূচী রয়েছে। তাতে স্পষ্ট, তিনি ত্রিপুরা সফরে এসে ২০২৩ বিধানসভা ভোটের দামামা বাজিয়ে যাবেন।আগামী ২৯ আগস্ট তিনি খুমুলুঙয়ে জনসভায় অংশ নেবেন। ওই সভার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা জানান, আগামী ২৯ আগস্ট সোমবার খুমুলুঙ ময়দানে প্রদেশ বিজেপির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে । আজ তারই চূড়ান্ত প্রস্ততি দেখার জন্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য ও অন্যান্য নেতৃত্ব সহ পরিদর্শন করেছি।